মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৭ ১৪৩২   ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৬

আজ স্ত্রীর প্রশংসা দিবস–একটু মুখ খুললেই বদলে যাবে সংসার

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫  

প্রতিদিনই স্ত্রীর প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের দিন হওয়া উচিত। তবুও বিশ্বজুড়ে একটি বিশেষ দিন আলাদা করে রাখা হয়েছে, যেদিন স্বামী তার প্রিয় সঙ্গিনীকে আরও একটু ভিন্নভাবে সম্মান জানাতে পারেন। সেই দিনটি হলো ‘ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে’ বা স্ত্রীর প্রশংসা দিবস, যা প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার পালন করা হয়।

 

২০০৬ সালে প্রথম যুক্তরাষ্ট্রে দিবসটির প্রচলন শুরু হয়। এরপর ধীরে ধীরে এটি ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। যদিও দিবসটির পেছনে বিস্তারিত তথ্য তেমন জানা যায় না, তবে মূল উদ্দেশ্য একটাই–স্ত্রীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।

 

অনেক স্বামী নিয়মিতই স্ত্রীকে প্রশংসা করেন, যা দুজনের সম্পর্কে বাড়িয়ে দেয় আন্তরিকতা ও বিশ্বাস। আবার অনেকে মনে মনে কৃতজ্ঞ থাকলেও মুখে প্রকাশ করতে পারেন না। তাদের জন্য এই দিবস হতে পারে চমৎকার উপলক্ষ। কয়েকটি প্রশংসাসূচক বাক্যই যথেষ্ট স্ত্রীকে বোঝাতে–তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ।

 

এই দিনটিকে বিশেষ করে তুলতে পারেন নানা উপায়ে–প্রিয়জনকে একটি ফুলের তোড়া উপহার দেওয়া, পছন্দের কোনো পোশাক বা বই হাতে তুলে দেওয়া, কিংবা একসাথে বাইরে খাওয়া-দাওয়ার পরিকল্পনা করাও হতে পারে সুন্দর আয়োজন।

 

স্ত্রীর প্রশংসা দিবস আসলে শুধু একটি দিন নয়, এটি মনে করিয়ে দেয়–ভালোবাসা, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা প্রকাশ করা সম্পর্ককে করে আরও মজবুত ও সুন্দর।

এই বিভাগের আরো খবর