মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫   ভাদ্র ৩ ১৪৩২   ২৪ সফর ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭২

অর্জুনকে নিয়েই কি এ কথা লিখলেন মালাইকা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪  

বলিউডের অন্যতম চর্চিত জুটি ছিলেন মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। সেই তাদের ব্রেকআপের খবর এখন চারিদিকে। সম্প্রতি অর্জুন কাপুর একটি পার্টিতে মালাইকার সঙ্গে তার বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেছেন। বলেছেন তিনি এখন ‘সিঙ্গেল।’ 

এরইমাঝে সোশ্যাল মিডিয়ায় মালাইকার একটি পোস্ট নিয়েও বেশ আলোচনা হচ্ছে। ভক্তদের মনে প্রশ্ন অর্জুনকে নিয়েই কি পোস্টটি করেছেন মালাইকা? 

মালাইকা তার ইনস্টাগ্রামের স্টোরিতে অর্জুনের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। যা দেখেই মনে হচ্ছে এখনও অর্জুনের জন্য ভালোবাসা রয়েছে তার।  

মালাইকা লিখেছেন, মাত্র কয়েক সেকেন্ডের জন্য হৃদয় স্পর্শ করেও যেন আজীবন আত্মাকে ছুঁয়ে থাকতে পারা যায়। 


সম্পর্ক শেষ হয়ে গেলেও মালাইকার হয়তো এখনও অর্জুনের প্রতি অনুভূতি রয়েছে। মালাইকার জীবনের প্রতিটি ভালো-মন্দে অর্জুন তাকে সমর্থন করেছেন। প্রতিটি ভালো-খারাপ সময়ে মালাইকার পাশে থেকেছেন। সম্প্রতি, মালাইকার বাবা মারা যাওয়ায়, অর্জুনকে তার যত্ন নিতে, পাশে থাকতেও দেখা গেছে প্রতি মুহূর্তে।

এই বিভাগের আরো খবর