ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৯ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৬

অবশেষে ফিরছেন সাকিব!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৮  

আঙুলের চোটে পড়ায় প্রায় দুই মাস ছিলেন মাঠের বাইরে। অবশেষে ফিরেছেন সাকিব। বুধবার প্রথম ব্যাটিং অনুশীলন করলেন। আশার কথা, খুব একটা ব্যথা অনুভব করেননি। তবে সাকিব এখনই বলতে পারছেন না, ম্যাচ খেলার মতো ফিটনেস তাঁর আছে কি না। বিষয়টি তিনি ছেড়ে দিচ্ছেন সময়ের ওপর।

দেখার মতো এক দৃশ্য হলো শেষ বিকেলে। জিম্বাবুইয়ের দ্বিতীয় উইকেট পড়েছে। এই ফাঁকে সাকিব আল হাসান সীমানার পাশ দিয়ে ড্রেসিংরুম থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরের দিকে রওনা দিলেন। পূর্ব গ্যালারির বেষ্টনীর পাশ দিয়ে যেতেই দর্শকেরা হুড়মুড়িয়ে এগিয়ে এলেন সাকিবকে দেখতে। তাঁদের কাছে বাংলাদেশ দলের উইকেট প্রাপ্তির চেয়ে বড় হলো এক নজর সাকিবকে দেখা!

এশিয়া কাপে আঙুলের চোট নিয়ে ছিটকে যাওয়ার পর আজ প্রথম ব্যাটিং অনুশীলন শুরু করেছেন সাকিব। প্রথম দিনেই অনুশীলন করেছেন শুধু স্পিন বলে। খেলেছেন দলের স্পিন বোলিং কোচ সুনীল যোশি ও বাঁ হাতি স্পিনার নাজমুল ইসলামকে। অনুশীলনের প্রথম দিনে কেমন অনুভব করেছেন, সেটি জানালেন সাকিব, ‘স্পিন দিয়ে ধীরে ধীরে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন বলের গতি বাড়বে, বল খেলার সংখ্যা বাড়বে, তখন বোঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থায় দাঁড়ায়। প্রথম দিন হিসেবে বলব, অনেক ভালো।’

সাকিবের কথায় আশাবাদী হওয়াই যায়। কাল-পরশু থেকে শুরু করবেন ফিল্ডিং ও বোলিং। সাকিবকে কি আশা করা যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে? বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিচ্ছেন সাকিব, ‘একটু সময় লাগবে। সব একবারে শুরু করা সম্ভব হবে না। উন্নতি হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করব।’

তবে সাকিবের খারাপ লাগছে তামিম ইকবালের কথা ভেবে। হাতের চোট যখন অনেকটাই সেরে উঠেছে, তখনই পেয়েছেন পাঁজরে চোট। সাকিবের আশা সিরিজের আগেই ফিট থাকবেন তামিম, ‘কেউ খেলতে না পারলে দলের জন্য নেতিবাচক ব্যাপার। কিন্তু আমি আশা করব ও যেন প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যায়। দেখা যাক ফিজিও ওর বিষয়ে কী বলে।’
 

এই বিভাগের আরো খবর