শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৪

অপূর্বর শারীরিক অবস্থা স্বাভাবিক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০  

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার বিকেলে তাঁকে হাসপাতালটির নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়।

এদিকে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ডিউটি ম্যানেজার লুৎফর কবির সেতু অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এনটিভি অনলাইনকে বলেন, ‘রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অবস্থার উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নরমাল।’

যদিও হাসপাতালটির কর্মকর্তা অপূর্বর জরুরি প্লাজমার প্রয়োজন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বেশ কিছু গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সে প্রসঙ্গে কোনো তথ্য জানাতে পারেননি।

জানা গেছে, গেল সপ্তাহে সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেছেন অপূর্ব। ২৮ অক্টোবর অংশ নিয়েছিলেন ওয়েব ফিল্ম ‘যদি... কিন্তু... তবুও’র শুটিংয়ে।

এই বিভাগের আরো খবর