বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০১

অনুমোদন ছাড়া জৈব সার বিক্রি, কারখানা মালিককে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

অনুমোদন ছাড়া জৈব সার বিক্রি, কারখানা মালিককে অর্থদণ্ড

অনুমোদন ছাড়া জৈব সার বিক্রি, কারখানা মালিককে অর্থদণ্ড

দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদন ছাড়া জৈব সার তৈরি ও মোড়কজাত করে বিক্রির অপরাধে 'রওশন ট্রাইকো জৈব সার' কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার গোবিন্দপুর গ্রামের আমতলী বাজার এলাকায় কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার।

এ সময়ে ২৯ বস্তা জৈব সার জব্দ ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট দফতরে অনুমোদন না নেয়া পর্যন্ত জৈব সার উৎপাদন ও বিক্রি বন্ধ রাখতে কারখানা মালিক আবু সুফিয়ান সোয়েবকে নির্দেশ দিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা।
 
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, কৃষি মন্ত্রণালয়ের নিবন্ধন ব্যতীত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান জৈব সার উৎপাদন, মোড়কীকরণ, বাজারজাত করতে পারবে না। কিন্তু ওই কারখানা মালিক রওশন ট্রাইকো জৈব সার নামে মোড়কজাত করে বিক্রি করছেন এটায় কৃষি মন্ত্রণালয়ের নিবন্ধন নেই। যাহা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই প্রশাসন ও কৃষি বিভাগ অভিযান চালিয়েছে।

এই বিভাগের আরো খবর