শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৮৫

অনইয়ার - সাজেদা পারভিন সাজু

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০  

অনইয়ার

সাজেদা পারভিন সাজু
————
একটা বিজ্ঞাপন দিতে চাই
ভাবচ্ছি কোথায় দিবো ?
টিভি, রেডিও, খবরের কাগজ
না, এগুলো সব পুরনো ভার্সন ।
তাহলে অনলাইন সাথে সাথে
দেখবে পৌঁছে যাচ্ছে ।
নাকি শহরেরের অলিতে গলিতে
পোষ্টার, ফেস্টুনে ?
শহরটাকে একেবারেই মুড়ে দিবে 
নাকি বড় বড় বিলবোর্ড 
যা কে ইচ্ছে করলে এড়ানো সম্ভব
 না কোনভাবেই ।
না কি সারাদিন ঘুরে ঘুরে
মাইকিং করবে ?
কোথাও না পারলে দিতে পারো
আমার মন জুডে
বাতাসের কানে কানে
দিবো পৌঁছে ।
টাকা, পয়সা কিচ্ছু লাগবে না । তবে
বিজ্ঞাপনটা কি সেটা তো বলো -
ধর, মন ভালো বা খারাপের !
 হা হা হা জানি সেখানে এখন আর 
পারবে না, জায়গার অভাবে ।
সময়, চিন্তা করো না আকাশ তো আছে
আমি তাকে দিচ্ছি বলে
সে নিশ্চিত অনইয়ার করবে ।।

এই বিভাগের আরো খবর