ব্রেকিং:
জাকসু নির্বাচনের ফলাফল পেতে ১২ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম।

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৮

অধিনায়কত্ব হারালেন সরফরাজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

অধিনায়কের পদ থেকে ছাঁটাই হলেন সরফরাজ আহমেদ। তাঁকে টেস্ট ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সরফরাজের পরিবর্তে নতুন দুজন অধিনায়ক পেল পাকিস্তান। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে আজহার আলি অধিনায়ক হচ্ছেন। ২০ ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তারকা ব্যাটসম্যান বাবর আজমকে।

চলতি মাসের শেষে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা সফরে। তার আগেই এই পরিবর্তন আনল পাকিস্তান। সদ্যই দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় সারির দল পাকিস্তানে গিয়ে সরফরাজদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তুলাধোনা করে। অবশ্য ওয়ানডেতে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে হেরেছিল। তবে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পর্যুদস্ত করে সেই হারের প্রতিশোধ নিয়েছিল।

উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজের নেতৃত্বে পাকিস্তান ১৩টি টেস্টের মধ্যে চারটি জিতেছে। ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ২৯টিতে জয় পায়। সরফরাজের নেতৃত্বেই পাকিস্তান ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারতকে হারিয়ে। ১৯৯২ সালে ইমরান খানের পাকিস্তান বিশ্ব জয় করেছিল। তারপর সরফরাজের হাত ধরেই পাকিস্তান আইসিসির কোনো আন্তর্জাতিক আসরের সেরার খেতাব পায়।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান ৭ নম্বরে রয়েছে। তিন বছর আগে মিসবাহ-উল-হক অবসরে যাওয়ার পর দায়িত্ব পান সরফরাজ। এই সময়ে পাকিস্তান মাত্র চারটি টেস্টে জয় পেয়েছে এবং পরাজিত হয়েছে আটটিতে।

এদিকে পিসিবি জানিয়েছে, আগামী জুলাইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে ওয়ানডে অধিনায়কের নামও ঘোষণা করা হবে।

এই বিভাগের আরো খবর