শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৮

৬৪ প্রতিষ্ঠানকে সোয়া ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৩০ মে ২০২২  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৬৪টি প্রতিষ্ঠানকে সোয়া ৯ লাখ টাকা জরিমানা করেছে।
রোববার (২৯ মে) দিনব্যাপী এসব অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ের ৩৭ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। দেশব্যাপী মোট ৩৭টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। অভিযানে ৬৪টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ ও হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

এই বিভাগের আরো খবর