বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৩

৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫  

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চলতি বছরের ৫ আগস্টের পর থেকে দেশে চাঁদাবাজির প্রবণতা বেড়েছে। তার মতে, অন্তর্বর্তী সরকার এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

তিনি আরও জানান, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো এখন সেখানে দেড় থেকে দুই টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এ সময় তিনি অভিযোগ করেন, নানা পক্ষ এ চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। “যারা চাঁদাবাজি করে তারাই আবার ব্যবসায়ী সংগঠনের সদস্য,” বলেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিনের মতে, চাঁদাবাজির কারণে বাজারে পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। তবে এটিকে নিয়ন্ত্রণ করা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নয় উল্লেখ করে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার একে ধরো, ওকে ধরো নীতিতে নেই।”

এ সময় তিনি আশা প্রকাশ করেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি কমে ৭ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।

এই বিভাগের আরো খবর