শুক্রবার   ৩১ অক্টোবর ২০২৫   কার্তিক ১৬ ১৪৩২   ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬৮

২০ হাজার ফুটবল মাঠ ভাসছে সমুদ্রে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯  

প্রকাণ্ড আকারের পাথর। অস্ট্রেলিয়ার কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ‘ভেলা’র মতো ভাসছে। শিলা বা পাথর পানিতে ভাসে না, এটা সবারই জানা।

কিন্তু নৌকায় করে টোঙ্গার ভাভাউ দ্বীপ থেকে ফিজি যাওয়ার পথে হঠাৎই এটা দেখতে পান মাইকেল ও লারিসা হোল্ট নামের দুই সমুদ্র অভিযাত্রী।

তাদের ভাষায়, ‘একেবারে আস্ত পাথর’ মাইলের পর মাইলজুড়ে ভেসে রয়েছে। এছাড়া ছোট ছোট আরও হাজার হাজার পাথর প্রত্যক্ষ করেন তারা।

সেগুলোর কোনো কোনোটার আকৃতি মার্বেলের আবার কোনোটা বাস্কেটবলের মতো।

আগ্নেয় পাথরটি সমুদ্রের উপরিভাগে প্রায় ১৫০ কিমি. বিস্তৃত, যা ওয়াশিংটনের ম্যানহাটান শহরের সমান।

এর বিস্তৃতি প্রায় ২০ হাজার ফুটবল মাঠের সমান।

সিএনএন জানায়, মাইকেল ও লারিসা দম্পতি সাগরে যে পাথর দেখেছেন বিজ্ঞানীদের ভাষায় সেটাকে ‘ঝামাপাথর’ বলা হয়।

সাগরের তলা থেকে যখন আগ্নেয়গিরি নির্গত হয়, তখন এর সঙ্গে গলিত পদার্থ বেরিয়ে এসে পাথরের আকার ধারণ করে।

এই বিভাগের আরো খবর