সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

১২ টা বিয়ে করার ইচ্ছা আছে – খোলামেলা পরীমনি

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫  

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি আবারও আলোচনায়। এবার তিনি শিরোনামে এসেছেন নিজের বিয়ে ও প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে পরীমণি অকপটে বলেন, “আমার না, আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে!”

 

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খানের নানা প্রশ্নের জবাবে পরীমণি জানান, ছোটবেলা থেকেই মজা করে বলতেন এক ডজন বিয়ে করবেন। তিনি বলেন,

“ছোটবেলায় আমি বলতাম, আমি এক ডজন বিয়ে করব। সেটা নিয়ে রিউমার ছড়াবে, বুঝিনি। না বুঝেই কথাটা এমনভাবে ছড়িয়েছে যে এখন সবাই বিশ্বাস করে ফেলেছে।”

 

সঞ্চালক যখন জানতে চান, এই মুহূর্তে তিনি সিঙ্গেল কি না, পরীমণি উত্তর দেন,

“না আসলে আমি নিজেকেও সিঙ্গেল মনে করতে পারি না। আমার সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এটা থাকা ভালো।”

 

বিয়ের প্রসঙ্গে প্রশ্ন এলে তিনি জানান,

“আমি শুধু একবারই বিয়ে করেছি। শরীফুল রাজের সঙ্গে। কিন্তু আমার জীবনের কোনো কিছুই ভুল ছিল না। সবই অভিজ্ঞতা।”

 

রাজের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গে পরীমণি বলেন,

“আমাদের সম্পর্কটা হয়তো টিকেনি, কিন্তু সেটা কোনো ভুল ছিল না। জীবনের প্রতিটি অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়।”

 

অভিনয়জীবনের শুরুর দিকের বিয়ে নিয়েও তিনি খোলামেলা কথা বলেন। পরীমণি বলেন,

“ইসমাইল আমার খালাতো ভাই ছিলেন, তিনিই আমার সৎস্বামী ছিলেন। তবে তার মৃত্যুর পরই অনেক ভুল তথ্য ছড়ানো হয়।”

 

অনুষ্ঠানের শেষদিকে হাসতে হাসতে তিনি আবারও বলেন,

“আমার ১২টা বিয়ে করার ইচ্ছা এখনো আছে। তবে সেটা হয়তো সিনেমায়ই হবে!”

এই বিভাগের আরো খবর