শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোন বৈষম্য নাই:মোঃ আবুল কালাম 

মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫  

কুমিল্লার মনোহরগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে 
হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোন বৈষম্য নাই
                                    --------মোঃ আবুল কালাম 

আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মাঝে কোন বৈষম্য নাই। আমাদের মাঝে দৃঢ় ঐক্য রয়েছে এই ঐক্য অব্যাহত থাকবে। একটি কুচক্রীমহল পাঁয়তারা করতেছে এই ঐক্যে ফাটল ধরাতে এই দিকে আপনারা সতর্ক থাকবেন। গতকাল বুধবার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে এই কথা গুলো বলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোঃ আবুল কালাম।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে হিন্দু সম্প্রদায়ের দূর্গা উৎসব উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি আরো বলেন, এই দেশ হিন্দু মুসলিম সবার। আপনারা সংখ্যালঘু নয়, আপনারা এই দেশের নাগরিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে আমি আপনাদের কাছে এসেছি। এসময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে বলেন, আপনারা দীর্ঘ ১৭ বছর সঠিকভাবে ভোট দিতে পারেন নাই, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন, আমার দল বিএনপি আগামীদিনে রাষ্টীয় ক্ষমতায় আসলে আপনাদের সকল দাবি দাওয়া আমরা পূর্ণ করবো ।

 


এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ্ সুলতান খোকন, সহ সভাপতি প্রফেসর আলী

মর্তুজা ভূঁইয়া, শরীফ হোসেন চেয়ারম্যান, এস এম মুনসুর, মোহাম্মদ আলী চেয়ারম্যান, মাকসুদুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম গুম পরিবারের সদস্য রাফসান ইসলাম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট এর সভাপতি রনজিৎ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মলিন চন্দ্র ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি

সঞ্জিব কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র দেবনাথ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীসহ প্রমুখ।