বৃহস্পতিবার   ০৬ নভেম্বর ২০২৫   কার্তিক ২২ ১৪৩২   ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬

হামাসের কাছে থাকা আরও এক ইসরাইলির লাশ ফেরত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫  

গাজায় নিহত আরও এক ইসরাইলি বন্দির লাশ ইসরাইলের কাছে ফিরিয়ে দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। বুধবার (৫ নভেম্বর) রেডক্রসের মধ্যস্থতায় এই লাশ হস্তান্তর করা হয় বলে জানিয়েছে আলজাজিরা।

 

প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী নিহতদের মরদেহ ফেরত দেওয়া হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত ২২ জন জিম্মির লাশ ইসরাইলকে হস্তান্তর করেছে হামাস। বাকি ছয়জনের লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে রয়েছেন একজন থাই ও একজন নেপালি নাগরিক।

 

গত মাস থেকে যুদ্ধবিরতির অংশ হিসেবে মৃত ইসরাইলিদের দেহ ফেরত দিচ্ছে হামাস। চুক্তি অনুযায়ী, মোট ২৮ জন জিম্মির লাশ ইসরাইলের কাছে ফেরানোর কথা রয়েছে।

 

ইসরাইলের দাবি, হামাস ইচ্ছাকৃতভাবে লাশ ফেরাতে দেরি করছে। তবে হামাস জানায়, ব্যাপক ধ্বংসস্তূপের নিচে লাশ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

 

চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত ও মৃত জিম্মিদের বিনিময়ে ইসরাইল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে মুক্তি দিয়েছে। পাশাপাশি সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

 

তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও দুই পক্ষ একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করছে। গাজার বিভিন্ন এলাকায় এখনো বিচ্ছিন্নভাবে ইসরাইলি হামলার খবর পাওয়া যাচ্ছে।
 

এই বিভাগের আরো খবর