শনিবার   ১৫ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১ ১৪৩২   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

হাতিরঝিল থানায় গ্রেপ্তার হিরো আলম, আদালতে পাঠানো হয়েছে

তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫  

কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। শনিবার দুপুরে রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডে তার অফিস থেকে তাকে আটক করা হয়।

 

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু সমকালকে বিষয়টি নিশ্চিত করে জানান, হিরো আলম ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি হাতিরঝিল থানায় একটি মামলা করেন, যেখানে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। মামলাটির তদন্তের অংশ হিসেবে গত ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

একই মামলায় আহসান হাবিব সেলিম নামে আরও একজনকে আসামি করা হয়েছে। আদালত তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এই বিভাগের আরো খবর