ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৮

হঠাৎ অধিনায়কত্ব হারালেন নেইমার

প্রকাশিত: ২৮ মে ২০১৯  

সময়টা মোটেও ভালো যাচ্ছে না নেইমারের। ইনজুরির সঙ্গে লড়াইয়ের মাঝে মাঠের বাইরেও নানা বিতর্কে জড়াচ্ছেন পিএসজি তারকা। এর মধ্যেই আবার নতুন খবর, জাতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছেন ব্রাজিল সুপারস্টার। নেইমারের হাত থেকে নিয়ে অধিনায়কত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ দানি আলভেজকে।

বিবৃতি দিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, আগামী ৫ জুন ঘরের মাঠে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে অধিনায়কত্বের আর্মব্যান্ড থাকবে পিএসজিতে নেইমারের সতীর্থ ৩৬ বছরের দানি আলভেজের হাতে।

বেলজিয়ামের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর থেকে ব্রাজিলের অধিনায়ক ছিলেন ২৭ বছরের নেইমার। বিশ্বকাপে হলুদ বাহিনীর অধিনায়কত্ব করেন রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো। ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপ খেলা হয়নি আলভেজের।

সিবিএফ’র বিবৃতিতে বলা হয়, অধিনায়ক পরিবর্তনের বিষয়টি নেইমারকে অবগত করেছেন কোচ টিটে। দুদিন আগেই এই খবর নেইমারের কানে পৌঁছানো হয়। একইদিন জাতীয় দলের অনুশীলনে যোগ দেয়ার জন্য প্যারিস থেকে রিও ডি জেনিরোতে যান নেইমার।

ফেঞ্চ কাপের ফাইনালে সমর্থকদের গালিগালাজ ও চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পিএসজির হারের পর ম্যাচ অফিসিয়ালদের অপমান করে নিষিদ্ধ হওয়ার পর এই সিদ্ধান্ত নিলেন ব্রাজিল কোচ।

এই বিভাগের আরো খবর