ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৪

সৌম্যর পর ফিরলেন তামিমও

প্রকাশিত: ৫ জুন ২০১৯  

প্রথম দশ ওভার দেখে খেলার দিকে গুরুত্ব দেয় বাংলাদেশ দল। দুই ওপেনার তামিম ইকবাল এবং সৌম্য সরকার সেভাবেই শুরু করেন। কিন্তু নবম ওভারে এসে বোল্ড হয়ে ফেরেন সৌম্য। ফুল লেন্থের বলে শট খেলতে গিয়ে লাইন মিস করেন তিনি। তামিমও সেট হয়ে বাউন্স বলে ক্যাচ দিয়ে ফেরেন। 

বাংলাদেশ ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৬২ রানে ব্যাট করছে। তামিম ইকবাল ২১ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গী সাকিব আল হাসান। সৌম্য সরকার ২৫ বলে ২৫ রান করে ফিরে গেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজের প্রতিপক্ষ। জিম্বাবুয়ে বাদ দিয়ে ২০১৫ বিশ্বকাপের পরে শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের পরেই কিউইদের বিপক্ষে বেশি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বৈশ্বিক আসরেও দু'দল মুখোমুখি হচ্ছে নিয়মিত।

২০১৫ বিশ্বকাপে কিউইদের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২৮৮ রান তোলে। মাত্র ৩ উইকেটে জয় পায় কিউইরা। তবে তাদের নাড়িয়ে দিয়েছিলেন সাকিবরা। ২০১৬ টি-২০ বিশ্বকাপে কিউইদের মুস্তাফিজ ৫ উইকেট নিয়ে ধসিয়ে দেন। তবে জিততে পারেনি বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেই খরা কাটে টাইগারদের। আগের বৈশ্বিক আসরের ম্যাচ তাই ভালো লড়াইয়ের আভাস দেয় এ ম্যাচেও।

বাংলাদেশ দল এ ম্যাচে কোন পরিবর্তন না নিয়েই নেমেছে নিউজিল্যান্ড দলেও নেই কোন পরিবর্তন। তারাও জয়ী দলের সমন্বয়ে ভরসা রাখছেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, সাইফউদ্দিন, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জেমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট। 

এই বিভাগের আরো খবর