রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৯

সৈয়দপুরে দুইদিন ব্যাপী নারীর তৈরী পণ্যের প্রদর্শণী

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০  

অর্থনৈতিক মুক্তি নারীর টেকসই উন্নয়ন’ শ্লোগানে নীলফামারীর সৈয়দপুরে দুইদিন ব্যাপী পণ্য প্রদর্শণী শুরু হয়েছে। বৃহস্পতিবার(২৬ নভেম্বর)দুপুরে সৈয়দপুর প্লাজা প্রাঙ্গণে এই প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)নাসিম আহমেদ। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম এর সভাপতি শিউলী বেগম।

অংশ নেয়া উদ্যোক্তা নাসরিন আক্তার বলেন, আমার স্টলে পুথির পণ্য রয়েছে। এসব আমরা নিজেদের তৈরি। হাতব্যাগ, কলমদানী, বিভিন্ন স্ট্যান্ড, মেয়েদের ব্যবহার্য নানা পণ্য রয়েছে এতে। সাশ্রয়ী মুল্যে এসব পণ্য পাওয়া যাবে এখান।ওমেন্স ই-কমার্স ফোরামের সভাপতি শিউলী বেগম বলেন, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। যাতে তারা তাদের তৈরিকৃত পণ্য বাজারজাত করতে পারেন এবং অর্থনৈতিক ভাবে সক্ষমতা অর্জন করতে পারেন। দু’দিনের প্রদর্শণীতে হাতের কাজ করা থ্রি পিচ, সুতার ডোর ম্যাট, হিজাব, চাঁদর, পার্স, ব্যাগ, টেবিল ম্যাট, স্লিপার, সিকিয়া ও শিশুদের পোষাক সহ বিভিন্ন প্রকার পণ্য  রয়েছে।
 

এই বিভাগের আরো খবর