সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫   পৌষ ৭ ১৪৩২   ০২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৯২

সেবার মান বাড়াতে রেড ক্রিসেন্ট নির্বাচনে লড়ছেন শিক্ষাবিদ মিলু

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫  

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের আসন্ন কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে (২০২৫-২০২৭) সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামীকাল ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রোটারিয়ান মো. রুহুল কুদ্দুছ মিলু। অধ্যাপক ডা. আমজাদ হোসেন ও অ্যাডভোকেট শাহজাহান সিরাজী পরিষদের প্যানেল থেকে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর ব্যালট ক্রমিক নম্বর ৮।

 

​গাজীপুর ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক এই প্রধান শিক্ষক তাঁর নির্বাচনী প্রচারণায় কেবল ভোট প্রার্থনাই করছেন না, বরং রেড ক্রিসেন্ট সোসাইটিকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট রূপরেখা তুলে ধরছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি সততা, নীতি ও বিনয়ের সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন।

 

​রুহুল কুদ্দুছ মিলু তাঁর নির্বাচনী ইশতেহারে আর্থিক স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। 

 

নির্বাচিত হলে তিনি ইউনিটের সকল আয়-ব্যয়ের হিসাব ত্রৈমাসিকভাবে প্রকাশ, প্রকল্প ব্যয়ের তথ্য উন্মুক্তকরণ এবং নিরপেক্ষ অডিট টিম গঠনের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। এছাড়া, মানবিক ও জরুরি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি ‘র‍্যাপিড রেসপন্স টিম’ শক্তিশালীকরণ এবং রক্তের সংকট নিরসনে একটি আধুনিক ‘ডিজিটাল ব্লাড ডোনার নেটওয়ার্ক’ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছেন।

 

​স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, মোবাইল মেডিকেল ইউনিট বৃদ্ধি এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা জোরদার করার কথাও তিনি উল্লেখ করেন। দুর্যোগ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ সেবা নিশ্চিত করার পাশাপাশি তিনি স্বেচ্ছাসেবকদের নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট ইউনিট বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

 

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাবেক প্রধান শিক্ষক (গাজীপুর ইন্টারন্যাশনাল স্কুল) মোঃ রুহুল কুদ্দুছ মিলু বলেন, "আমি আজীবন সত্য ও নীতির পথে চলেছি। ভোটারদের ভালোবাসাই আমার শক্তি। আমি বিশ্বাস করি, সম্মানিত ভোটাররা তাঁদের মূল্যবান রায় দিয়ে আমাকে সেবা করার সুযোগ দেবেন।"

 

​আগামীকাল ২২ ডিসেম্বর সোমবার, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার নম্বর ১১০৯ এবং ব্যালট নম্বর ৮-এ ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য রোটারিয়ান মো. রুহুল কুদ্দুছ মিলু সকল ভোটার ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বাস করেন, কেবল স্বচ্ছতা ও নৈতিকতার ওপর ভিত্তি করেই একটি শক্তিশালী এবং আস্থাশীল রেড ক্রিসেন্ট ইউনিট গড়ে তোলা সম্ভব।

এই বিভাগের আরো খবর