রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭২৪

সেই চিঠি - কবিতা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

সেই চিঠি
সাজেদা পারভীন সাজু

চিঠি, লিখেছিলাম তোমার উদ্দেশ্যে
মেঘকে বলেছিলেম যেতে বিকেলে
তোমার জানালার কাছে ।
কপাল ছুবে আলতো হাওয়ায় উড়ে
ঘুম যেন না যায় ভেঙ্গে ।

তাকে বলেছিলেম
মুখ ঢেকে থাকা এলোমেলা 
চুলগুলো দিও না ভিজিয়ে ।
আরো বলেছিলেম
হিমেল হাওয়ার পরশ বুলাতে ।

মেঘকে আমি আরো বলেছিলেম
আমার পরিচয় না দিতে ।
কিন্তু সে শোনেনি আমার কথা 
বৃষ্টি নামিয়েছে তোমার দু’চোখে ।
আমি কে তা জেনে গেছো
শ্রাবণ সন্ধ্যায় সেই চিঠি পেয়ে।

সাজেদা পারভীন সাজু
বিশেষ প্রতিনিধি, জিটিভি ।

এই বিভাগের আরো খবর