বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬৪

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১২ মে ২০২২  

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফেরেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার (৭ মে) রাতে গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন সমাজকল্যাণমন্ত্রী। পরে রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে লালমনিরহাটের বাড়িতে যান মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ১০ মে পর্যন্ত মন্ত্রী বাড়িতে থাকার কথা ছিল।

এই বিভাগের আরো খবর