শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

সুশান্তের মৃত্যু তদন্তে এবার বড় ছাড় পেলেন রিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫  

ঘটনা ২০২০ সাল। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কাঠগড়ায় দাঁড়ান অভিনেত্রী রিয়া চক্রবর্তী। একাধিক অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আত্মহত্যায় প্ররোচনা থেকে টাকা নয়ছয়ের অভিযোগ ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। 

 

তবে রিয়া গ্রেফতার হয়েছিলেন মাদকের অভিযোগে। এক মাস সংশোধনাগারে থেকে জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু সেই জামিনের ওপরে ছিল নানান শর্ত। এর মধ্যে হচ্ছে— বিদেশে ভ্রমণের জন্য বিশেষ আদালতের থেকে আগে থেকেই অনুমতি নিতে হবে। এ ছাড়া এনসিবির (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) কাছে জমা রাখতে হবে পাসপোর্ট। অবশেষে মুম্বাই আদালত জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে তাকে ফিরিয়ে দিতে হবে পাসপোর্ট। সম্প্রতি সেই শর্তগুলোই তুলে নিলেন মুম্বাই হাইকোর্টের বিচারপতি নীলা কে গোখলে।

 

কয়েক মাস আগে রিয়ার আইনজীবী আয়াজ খান মুম্বাই আদালতের কাছে এ শর্তগুলো তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। তার দাবি ছিল—গত চার বছর ধরে আদালতের দেওয়া সব রকমের শর্ত ও বিধিনিষেধ মেনে এসেছেন রিয়া। কখনো কোনো শর্ত অমান্য করেননি। একজন অভিনেত্রী হিসেবে প্রায়ই দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে তার। বিভিন্ন শুটিং ও কাজ সংক্রান্ত বৈঠক থাকে।

প্রতিটি কারণের জন্য আলাদা করে অনুমতি নেওয়া অসুবিধাজনক এবং সময়সাপেক্ষ। এর ফলে কাজও হাতছাড়া হচ্ছে রিয়ার। এ কারণগুলো সামনে রেখে শর্ত তুলে নেওয়ার আবেদন জানান আয়াজ খান।

 

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন রিয়া। বিদেশভ্রমণে আর নেই কোনো রকমের নিষেধাজ্ঞা। জানিয়ে দিলেন মুম্বাই হাইকোর্ট। কিন্তু এ আবেদনের বিরোধিতা করেছিল এনসিবি আধিকারিক এসকে হালওয়াসিয়া। 

 

তার দাবি ছিল— গুরুতর অভিযোগে রিয়াকে গ্রেফতার করা হয়েছিল। তারকা হওয়ার সুবাদে কোনো বিশেষ সুবিধা তার প্রাপ্য নয়। তাই এই শর্তগুলো তুলে নেওয়ার কোনো প্রশ্নই নেই। একবার বিদেশে গেলে রিয়া আর দেশে ফিরবেন না বলেও আশঙ্কা ছিল তার। তবে শেষ পর্যন্ত রিয়ার আবেদনেই সায় দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।

 

মুম্বাই হাইকোর্ট জানিয়েছেন, সত্যিই রিয়া কোনো শর্ত ভাঙেননি। সব সময় বিশেষ আদালতের অনুমতি নিয়েই বিদেশভ্রমণ করেছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে এসেছেন। এ বিষয়গুলো বিবেচনা করে তার ওপর থেকে শর্তগুলো তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছেন, আগামী দিনেও রিয়াকে আদালতে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। তদন্তেও সহযোগিতা করতে

হবে। পাসপোর্ট ফেরত পেলেও, বিদেশভ্রমণের আগে তদন্তকারীদলগুলোকে সবটা জানিয়ে যেতে হবে। বিদেশে গিয়েও ফোন সুইচ অন রাখতে হবে।

 

এই বিভাগের আরো খবর