মঙ্গলবার   ০২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ১৮ ১৪৩২   ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম, সম্পাদক জসিম

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫  

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে শামস শামীম ২৩ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন ২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।


ভোটগ্রহণ শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া। ফলাফল ঘোষণার পর ভোটাররা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নিজেদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে পেরে তারা সন্তুষ্ট।


নির্বাচিত সভাপতি শামস শামীম বলেন,‘এটি শুধু আমার নয়, সুনামগঞ্জের সব সাংবাদিকের জয়। রিপোর্টার্স ইউনিটির মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।



সহকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নবনির্বাচিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন।

এই বিভাগের আরো খবর