সোমবার   ১৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৭ ১৪৩২   ২০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ প্রিন্স মাহমুদের

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন দেশের জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ধারণা করা হচ্ছে, পঞ্চগড়ে এক বক্তব্য ঘিরেই এই পরামর্শ দিয়েছেন প্রিন্স মাহমুদ। ওই বক্তব্যে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে সারজিস আলম বলেন, “এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।”

প্রিন্স মাহমুদ তার পোস্টে লেখেন,

“স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা বা আবেগজনিত জটিলতায় ভুগছ বলে মনে হচ্ছে। ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ২ এমজি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।”

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রিন্স মাহমুদের ব্যঙ্গাত্মক ভঙ্গিতে দেওয়া মন্তব্যকে রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন, আবার অনেকে এটিকে কৌতুকভাবেও নিচ্ছেন।

এই বিভাগের আরো খবর