রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১০

সন্তান কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০১৯  

সম্প্রতি মা হয়েছেন। হাসপাতাল থেকেই সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মা হওয়ার পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলের নাম রেখেছেন অ্যানড্রেস। এবার সেই ছোট্ট ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন।

গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন অ্যামি জ্যাকসন। হাসপাতাল থেকে বেরিয়ে অ্যানড্রেসকে নিয়ে যখন প্রথম ঘুরতে বের হন অ্যামি। তখনই তার ছবি ভাইরাল হয়। তবে এই প্রথমবার নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত সুখ, দুঃখ, আনন্দের কথা জানিয়েছেন অ্যামি।

আরো পড়ুন: নির্মাণাধীন ভবনের ছাদে অজ্ঞাত যুবকের লাশ

মাতৃত্বের যাত্রাপথ কেমন? প্রথম থেকেই ভক্তদের সামনে সেই সব মুহূর্তের একের পর এক ছবি শেযার করেন অ্যামি জ্যাকসন।

সন্তান কোলে নিয়েই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী

২০২০ সালে ইতালিতে বন্ধু জর্জের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন অ্যামি। চলতি বছরই তাদের বিয়ের কথা থাকলেও অ্যামি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর তাদের বিয়ের দিন তারিখ পিছিয়ে যায়। শোনা যাচ্ছে, অ্যানড্রেসকে বিয়ের পিঁড়িতে বসবেন বলিউড অভিনেত্রী।

এই বিভাগের আরো খবর