বুধবার   ০৫ নভেম্বর ২০২৫   কার্তিক ২১ ১৪৩২   ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩

সন্তানের সামনে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী শামিম আকবর আলী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫  

ভারতের মুম্বাইয়ের মিরা রোডে নিজের পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় এক **অটোরিকশাচালকের হাতে শারীরিক হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী শামিম আকবর আলী।** সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ ঘটনার বিস্তারিত জানান।

 

শামিম জানান, বেলা দেড়টার দিকে মেয়েকে স্কুল থেকে নিতে গিয়ে এই ঘটনাটি ঘটে।

তিনি বলেন, “আমি চালককে বলি স্কুলের সামনে রিকশা থামাতে। তখনই সে রেগে গিয়ে আমাকে গালাগাল করতে শুরু করে এবং বলে, আমি কেন এখানে রিকশা থামাতে বলেছি। এরপর ভাড়াটা সঙ্গে সঙ্গে দিতে বলে। আমি মেয়েকে কোলে তুলে একই রিকশায় উঠে বলি, আমাদের বাড়ি পৌঁছে দিতে।”

 

অভিনেত্রীর অভিযোগ, বাসার গেটের কাছে পৌঁছানোর পর পরিস্থিতি আরও খারাপ হয়। তার মেয়ে তখন অন্যদিকে ঘুরে যাওয়ার অনুরোধ জানায়, কিন্তু তিনি অন্য রিকশায় যাওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক সেই সময়, রিকশা থেকে নামার আগেই চালক আচমকা পেছনে ফিরে **তার ডান হাত ধরে মচকে দেয়।**

 

“আমার মেয়ে তখন ঠিক পাশেই বসে ছিল,” বলেন শামিম।

 

ঘটনাটি ঘটে **১ নভেম্বর বিকেলে।** ঘটনার পরপরই শামিম কাশিমিরা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে মামলাটি তদন্তে নেয় এবং অভিযুক্ত চালকের রিকশার নম্বর সংগ্রহ করে।

 

কাশিমিরা থানার এক কর্মকর্তা জানান, **“তদন্ত শুরু হয়েছে, অভিযুক্ত চালককে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে।”**

 

উল্লেখ্য, অভিনেত্রী শামিম আকবর আলী ২০২১ সালের চলচ্চিত্র **‘ইন দ্য মান্থ অব জুলাই’**–এর মাধ্যমে পরিচিতি পান।
 

এই বিভাগের আরো খবর