সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৪ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন ব্যবসায়ীসহ দুই শতাধিক সাধারণ মানুষ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫  

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের কৃতি সন্তান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন পাওয়ায় এবং জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের বিশ্বাসী হয়ে এবং দলকে ভালোবেসে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করে ব্যবসায়ী মকবুল হোসেন ও আব্দুল মতিনের নেতৃত্বে দুই শতাধিক সাধারণ মানুষ বিএনপিতে যোগদান করেছেন।(৮ডিসেম্বর)সোমবার সকালে গাজীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর নিজস্ব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তারা খাওয়া শত শত সাধারণ মানুষ বিএনপিতে যুক্ত হচ্ছেন।তেলিহাটি ইউনিয়নের আপামর জনতা এখন ধানের শীষের ভোট বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।পরিশেষে তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং উনার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।নতুনভাবে বিএনপিতে যুক্ত হওয়া ব্যবসয়ীসহ সাধারণ মানুষ বলেন,স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য ও অনিয়ম বৃদ্ধি এবং জনগণের মতপ্রকাশের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ায় তারা বিএনপির গণতান্ত্রিক অবস্থানের প্রতি আস্থা রেখে এবং বিএনপি দলকে ভালোবেসে স্বেচ্ছায় দলে যোগ দিয়েছি।এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোড়ল,সাবেক সাধারণ সম্পাদক রফিক হোসেন আকন্দ,সদস্য সচিব শহিদুল্লাহ বন্ধুকশী,সাবেক সিনিয়র যুগ্ম জিয়াউর রহমান জুয়েল,যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবু ইউসুফ,সাবেক সহযুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন এবং স্থানীয় নেতৃবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর