বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

শেখ হাসিনার মৃত্যুদণ্ড মামলায় আপিল শুনানি ২০ জানুয়ারি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য ২০ জানুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।

 

আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই আদেশ দেন, জানিয়েছে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম।

 

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এই আপিল দায়ের করে। আপিলে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানিয়েছেন, আপিলে মোট আটটি যুক্তি উল্লেখ করে মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে।

 

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। অন্য একটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

 

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন।

এই বিভাগের আরো খবর