বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০১

লাকসাম আজগরা ইউনিয়নে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৫  

কুমিল্লার লাকসাম আজগরা ইউনিয়ন বাড়বামে হায়াতুন্নবী (৩০) নামে এক যুবকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আজগরা ইউনিয়নের বড়বাম উত্তরপাড়া এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।

 

লাকসাম থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে গ্রামের পাশে ফেলে রেখে যায়। শুক্রবার (২৫ জুলাই) সকালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

 

ইউনিয়ন সচিব মো. রফিকুল ইসলাম বলেন, 'সকাল ১০টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। মরদেহের চোখে আঘাতের চিহ্ন ছিল। এটি নিশ্চিতভাবে স্বাভাবিক মৃত্যু নয়।
 

একজন স্থানীয় বাসিন্দা বলেন, হায়াতুন্নবী খুব ভালো ছেলে ছিল। কারও সঙ্গে শত্রুতা ছিল না। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।
 
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই বিভাগের আরো খবর