বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

লাকসামে নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২২তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫  

লাকসামে নারী শিক্ষা ও সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা রাখা নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোক র‍্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মিলন চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নবাব ফয়জুন্নেসা ওবদরুন্নেসা যুক্ত উচ্চবিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএন হাই স্কুলের সহকারী শিক্ষক মো. সোহরাব হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান রিয়াদ, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেছা যুক্ত উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র ভৌমিক, সিনিয়র সহকারী শিক্ষিকা রাবেয়া বেগম ও মিজানুর রহমান সেলিম।

বক্তারা বলেন, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী ছিলেন অনন্য নারী সমাজ সংস্কারক ও নারী শিক্ষার অগ্রদূত। তিনি শুধু নারী শিক্ষার প্রসারেই নয়, সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার জীবন ও কর্ম আজও সমাজের জন্য অনুপ্রেরণার উৎস।

এই বিভাগের আরো খবর