মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫   পৌষ ৮ ১৪৩২   ০৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৮

লাকসামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ  হয়ে ব্যবসায়ী দিশাহারা!

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫  

লাকসাম দৌলতগঞ্জ বাজারে মজুমদার কমপ্লেক্সে অগ্নিকান্ডে লালটিপ বস্ত্র বিতান  পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করার আগে মার্কেটে অবস্থিত লালটিপ বস্ত্র বিতানটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।

 

দোকানের মালামাল সহ ক্ষয় ক্ষতির পরিমান প্রায় ৪৫ লক্ষ টাকা। লালটিপ বস্ত্র বিতানের মালিক হাসান আহমেদ তালুকদার প্রতিবেদককে জানান, অগ্নিকান্ডে দোকানে রক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের কাপড় ও শাড়ি একদম পুড়ে ছাই হয়ে গেছে।

 

যাহার পরিমান মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা হবে। বর্তমান ওই ব্যবসায়ী দোকান এখন একেবারই বন্ধ। ব্যবসায়ীর মূলধন ও মালামাল অগ্নিকান্ডে পুড়ে ছাই হওয়াতে তিনি এখন দিশাহারা। গত ২৪ অক্টোবর সকালে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর শুনে ফায়ার সার্ভিস ও বাজারের জনসাধারণ আগুন নিভাতে সক্ষম হলেও মার্কেটে অবস্থিত দোকানটি সম্পূর্ন পুড়ে ছাই হয়ে গেছে।

 


এ ব্যাপারে লালটিপ বস্ত্র বিতানের মালিক হাসান আহমেদ তালুকদার লাকসাম থানা একটি সাধারণ ডায়েরী করেছেন।

এই বিভাগের আরো খবর