বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫   পৌষ ৯ ১৪৩২   ০৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে নবাবগঞ্জের ধর্ষণ মামলার আসামি আটক

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫  

দিনাজপুরের নবাবগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানাধীন উপশহর নিউটাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামির নাম সৈয়দ রোকনুজ্জামান (৩০)। তিনি নবাবগঞ্জ উপজেলার মতিহারা (পূর্বপাড়া) গ্রামের সৈয়দ হারুনুর রশিদের ছেলে।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভিকটিম ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত ব্যক্তি ভিকটিমের স্বামীর ঘনিষ্ঠ বন্ধু। কয়েক মাস আগে স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের কারণে ভিকটিম তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি মীমাংসার কথা বলে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমের বাবার বাড়িতে যাতায়াত শুরু করেন এবং একপর্যায়ে ভিকটিমের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

 

এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টার দিকে অভিযুক্ত ব্যক্তি ভিকটিমকে তার স্বামীর শয়নকক্ষে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভিকটিম নিজে বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় রুজু করা হয় (মামলা নং-১৮, তারিখ-১৮/১১/২০২৫)।

ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং অভিযানে নামেন। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব জানায়, হত্যা, ধর্ষণ, অপহরণসহ সব ধরনের গুরুতর সামাজিক অপরাধ দমনে র‍্যাব দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এই বিভাগের আরো খবর