বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৩

রোদেলারকণ্ঠে নতুন বছরে নতুন গান রাজকুমার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫  

নতুন বছরের শুরুতেই প্রকাশ হলো রোদেলার কণ্ঠে নতুন গান ‘রাজকুমার’। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। শব্দ কারিগরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটি নিয়ে উচ্ছ্বসিত রোদেলা। জানালেন, নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে তার ভালো লাগছে। একদিকে নতুন বছর, অন্যদিকে নতুন গান তাই আনন্দটা একটু বেশি। রোদেলা বলেন, ‘শ্রোতারা যদি গানটি ভালোভাবে গ্রহণ করেন, তবে আমার আনন্দটা পূর্ণতা পাবে।

 

রোদেলা জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যানসির মেয়ে। মায়ের পথেই হাঁটছেন তিনি। ষষ্ঠ শ্রেণিতে থাকতেই তার গানে অভিষেক। ‘প্রজাপতি প্রজাপতি’ গান দিয়ে সংগীতে যাত্রা শুরু করেন। এর আগে হৃদয় খানের সঙ্গে ‘হোক বদনাম’ শিরোনামের একটি গানেও তাকে পাওয়া গেছে। চলতি বছরে গানের সঙ্গেই থাকতে চান বলে জানান রোদেলা।

 

মেয়ের নতুন গান নিয়ে ন্যানসিও বেশ আশাবাদী। বললেন, ‘রোদেলা গানটি দারুণ গেয়েছে। আমার সঙ্গে না মিলিয়ে কেউ যদি তাকে দেখে, গানটি শুনে ভালো লাগবে। নিজের মেয়ে হিসেবে বলছি না, রোদেলা সত্যিই ভালো গায়। আশা করছি, সে নিজ যোগ্যতায় এগিয়ে যাবে।

এই বিভাগের আরো খবর