রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৪

রিয়ার পাশে আয়ুষ্মান, নেটিজেনদের রোষের মুখে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ এখনও অজানা। তার মৃত্যুর তদন্তভার নিয়েছে সিবিআই। এই মৃত্যু মামলায় যখন মূল অভিযোগের তীর রিয়া চক্রবর্তীর দিকে, যখন সুশান্তের মৃত্যুর জন্য প্রায় গোটা ভারত দায়ী করছে রিয়াকে, ঠিক তখনই বলিউড অভিনেতা আয়ুষ্মান পাশে দাঁড়ালেন রিয়ার, সমর্থন করলেন তাকে!

সুশান্তকে নিয়ে করা রিয়ার পোস্টে ভগ্ন হৃদয়ের ইমোজি পোস্ট করেন আয়ুষ্মান খুরানা, আর এতেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন অভিনেতা, ব্যাপক ট্রোলিং হয়েছে তাকে নিয়ে। বিতর্কের শুরু সেখান থেকেই।

 সুশান্তর মৃত্যুর ঘটনায় আয়ুষ্মান খুরানা কেন এখনও পর্যন্ত মুখ খুলছেন না, কেন চুপ করে রয়েছেন, সুশান্তের অনুরাগীরা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ বলিউড ওয়াইভস ক্লাব নামে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে জয়েন করার পর তাকে নিয়েও ব্যাপক ট্রোলিং শুরু হয়। নেটিজেনদের মধ্যে অনেকেই বলেছেন, আয়ুষ্মানের ছবি তারা ভালবাসেন। সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয় তার ছবি।

কিন্তু বাস্তবে যখন সত্যি উন্মোচনের সময় এসেছে, তখন তিনি চুপ কেন?তাকেও বয়কট করা উচিত্‍। আবার কেউ বলেছেন, টাকার জন্য এরা অনেক নীচে নামতে পারে। বলিউডের মাফিয়াদের চামচাগিরি করছেন, এরকমও বলা হয়। অনেকেই বলেছেন, আয়ুষ্মান সুশান্তের জন্য লড়বেন, এতটাও আশা করছেন না, কিন্তু ‘নেপো কিড’দের সমর্থন করাটা অন্তত বন্ধ করুন।

এই বিভাগের আরো খবর