মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

রাতে মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় বাসে আগুন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫  

রাজধানীর বিভিন্ন স্থানে সোমবার সন্ধ্যায় পরপর কয়েকটি বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ এবং ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের পাশে শাহ আলী মার্কেট এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পদচারী সেতুর ওপর থেকে কেউ ককটেল নিক্ষেপ করেছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস কর্মকর্তা শিহাব সরকার জানান, খবর পাওয়ার পরই ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ধানমন্ডি বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আগুন লাগার সময় বাসে কয়েকজন শিক্ষার্থী ছিলেন, তবে তারা সবাই নিরাপদে বেরিয়ে আসেন। কেউ আহত হয়নি।

 

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চারটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এর মধ্যে মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডির বিভিন্ন এলাকায় বিস্ফোরণ হয়। ভোরে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস এবং মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের একটি বাসেও আগুন দেওয়া হয়।

 

সব মিলিয়ে রাজধানীতে সারাদিনে বিস্ফোরণ ও অগ্নিসংযোগের একাধিক ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। তবে কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এই বিভাগের আরো খবর