বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪১০

রাজনৈতিক প্রতিহিংসায় নবীনগরে যুবলীগ নেতার বাড়িতে হামলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১২ জুন ২০২৫  

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মো: আহসান উল্লাহ,র গ্রামের বাড়িতে রাজনৈতিক প্রতিহিংসায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। গত ১০ জুন রাত আনুমানিক ১০টায় নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামে এই নেক্কার জনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

 

এসময় তাঁর পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা কোনোরকম প্রাণে বেঁচে যায়। তবে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং স্বর্ণ অলঙ্কার লুটপাট করে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছে বলে জানান যুবলীগ নেতার পরিবার। বর্তমান ক্ষমতাসীন সরকারের সমর্থক স্থানীয় সন্ত্রাসীরা যুবলীগ নেতা মো: আহসান উল্লাহকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুঁজাখুজি করে, না পেয়ে বাড়িতে থাকা তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে।

 

সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত  ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে মব সৃষ্টির মাধ্যমে হামলা করে জান মালের ব্যাপক ক্ষতি করছে সন্ত্রাসীরা। এতে আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী ইতিমধ্যে নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে ।

 

যুবলীগ নেতা মো: আহসান উল্লাহকে হত্যার উদ্দেশ্যে এই হামলার ঘটনা ঘটেছে বলে তাঁর পরিবার জানিয়েছে। এই ঘটনায় স্থানীয় নবীনগর থানায় মো: আহসান উল্লাহর পিতা লিখিত অভিযোগ দিলেও থানা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের নিরব ভূমিকায় সন্ত্রাসীদের ভয়ে যুবলীগ নেতা মো: আহসান উল্লাহর পরিবার চরম নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন বলে জানান এলাকাবাসী ।

এই বিভাগের আরো খবর