শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩১

রাজধানীর খিলক্ষেতে বাসে আগুন

মোঃ নাজমুল হুদা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

রাজধানীর খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্ববর) রাত সাড়ে ৮টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয় বলে জানান ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম। 

তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটে। সেখানে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সূত্রে জানা যায়, বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল ও জোটের ৪৮ ঘণ্টা অবরোধের ৩৮ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ২১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোর ৪টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত (৩৮ ঘণ্টা) আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে।

এই বিভাগের আরো খবর