ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

শনিবার   ১২ জুলাই ২০২৫   আষাঢ় ২৮ ১৪৩২   ১৬ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৯

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৩ মে ২০২২  

রাজধানীর জোয়ার সাহারা রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক (৪০) বছর। রোববার (২২মে) রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, জোয়ার সাহারা রেলগেট এলাকায় উপবন এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‘আমরা খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার (২৩ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল সাদা কালো চেক ছেঁড়া লুঙ্গী। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করবে।

এই বিভাগের আরো খবর