শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬   মাঘ ১৭ ১৪৩২   ১১ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

রংপুরে নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ রওনা দিলেন তারেক রহমান

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার রংপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর রংপুরে আসছেন তিনি।

 

দুপুরে রওনা হয়ে বিকাল পৌনে চারটায় তিনি রংপুরের পীরগঞ্জে পৌঁছাবেন। সেখানে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। জিয়ারত শেষে সরাসরি যাবেন রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায়। বিকাল পাঁচটায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

 

স্থানীয় বিএনপি নেতারা জানান, দলের চেয়ারম্যানের এই নির্বাচনী সফর ও জনসভা সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদগাহ মাঠে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষের পথে। জনসভায় নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে। তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

 

এই সফর বিএনপির নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। রংপুরে তারেক রহমানের বক্তব্য নিয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

এই বিভাগের আরো খবর