যে ১১ দাবিতে ধর্মঘটে ক্রিকেটাররা
আমিনুল ইসলাম শান্ত
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৯

দীর্ঘদিন ধরেই নানা বঞ্চনার শিকার হয়ে আসছিলেন জাতীয় দলসহ দেশের বিভিন্ন স্তরের ক্রিকেটাররা। বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড হয়েও এসব ক্রিকেটারদের পর্যাপ্ত বেতন-ভাতা এবং আনুসাঙ্গিক সুবিধা দিচ্ছিল না বিসিবি। একইসঙ্গে দিনে দিনে নিচের দিকে নেমে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের মান। স্থবির হয়ে পড়েছে ক্রিকেটারদের সংগঠন 'কোয়াব'ও।
সব মিলিয়ে ক্রিকেটারদের মধ্যে ধীরে ধীরে জমে থাকা ক্ষোভগুলো আজ যেন বিস্ফোরিত হল। যার প্রেক্ষিতে খেলা ছেড়ে ধর্মঘটের মত আন্দোলনে নামলেন সাকিব-তামিমরা। এ উপলক্ষে মিরপুর স্টেডিয়ামে সোমবার বিকেলে ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য খেলা বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা।
মাঠে যেমন একটি দলকে এগিয়ে নেয় ১১ জন, ক্রিকেটারদের এই দাবিগুলোও যেন ঠিক তেমনই। দেশের ক্রিকেট এগিয়ে নেয়ার দাবি। সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-নাঈম ইসলাম-এনামুল হকরা...একে একে পড়ে শোনালেন ১১টি দাবি— আসুন দেখে নেয়া যাক, কী আছে ক্রিকেটারদের সেই ১১ দফা দাবিতে-
১. প্রথমেই সম্মানের ব্যাপারে। আমরা যারা ক্রিকেটার আছি, যতটুকু সম্মান আমাদের পাওনা ততটুকু মনে হয় না পাই। আমাদের খেলোয়াড়দের যে সমিতি আছে (কোয়াব), তাদের কোনও কার্যক্রম নেই। খেলোয়াড়দের প্রতিনিধি হয়ে আমাদের জন্য যে কিছু করবে- সেটা আমরা কখনও দেখিনি। আমাদের দাবি হচ্ছে, যারা এখন এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক আছে তাদের দ্রুত পদত্যাগ করতে হবে। সামনে কে এই সংগঠনের সাধারণ সম্পাদক, সভাপতি হবে সেটা আমরা নির্বাচন করে ঠিক করব।
২. কত কয়েক বছর ঢাকা প্রিমিয়ার লিগের পরিস্থিতি কী নিশ্চয়ই জানেন। যেভাবে লিগ হচ্ছে, সব খেলোয়াড় এটা নিয়ে অসন্তুষ্ট। পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেওয়া হচ্ছে। অনেক সীমাবদ্ধতার মধ্যে খেলোয়াড়দের খেলতে হচ্ছে। আগে যেভাবে প্রিমিয়ার লিগ খেলতাম, যেভাবে আমরা ক্লাব অফিশিয়ালদের সঙ্গে চুক্তি করতাম...খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে তারা সক্রিয় থাকত। খেলোয়াড়েরা নিজেদের পছন্দ অনুযায়ী ক্লাব ঠিক করতে পারত। আমাদের দাবি, আগের মতো যেন ঢাকা প্রিমিয়ার লিগ ফিরে পাই।
৩. এ বছর বিপিএল অন্য নিয়মে হচ্ছে। এটাকে সম্মান করি। তবে আমাদের দাবি, আগের নিয়মে বিপিএল যেন ফিরে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্থানীয় ক্রিকেটাররা যেন বিদেশি ক্রিকেটারদের মতো ন্যায্য পারিশ্রমিক পায়। বাংলাদেশের ক্রিকেটাররা কে কোন গ্রেডে পড়বে সেটি যেন নিশ্চিত করা হয়। নিলামে যদি কোনও ফ্র্যাঞ্চাইজি কাউকে না নেয়, সেটা তাদের ব্যাপার। তবে খেলোয়াড়রা যেন নিজেদের প্রাপ্য গ্রেডে থাকে।
৪. প্রথম শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ১ লাখ টাকা হতে হবে। তাদের বেতন খুবই কম। ওটা অবশ্যই ৫০ শতাংশ বাড়াতে হবে। প্রতিটি বিভাগে খেলোয়াড়দের জিম, নেট, মাঠের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। ১২ মাস ফিজিও-ট্রেনার রাখতে হবে। এই ফিজিও-ট্রেনাররা প্রথম শ্রেণির ক্রিকেটারদের একটা প্রক্রিয়ার মধ্যে আনবে। যেন তারা সেভাবে কাজ করতে পারে। জানি, আজ চাইলেই এটা হবে না। তবে আগামী মৌসুমের আগে এটা নিশ্চিত করতে হবে। আমরা চাই না, প্রতিটি বিভাগের অনুশীলন ঢাকার এই একাডেমি মাঠেই হোক। আমরা চাই, প্রতিটি বিভাগ নিজেদের হোম ভেন্যুতে প্রস্তুতি নেবে। তাহলে ক্রিকেটের প্রসার হবে।
প্রথম শ্রেণির ক্রিকেটে আরও অনেক ছোটখাটো বিষয় আছে। যেগুলো বিস্তারিত বলা কঠিন। তবুও কিছু বলি যেমন- বল একটা বড় সমস্যা। প্রথম শ্রেণির ক্রিকেটে যে বল দেয়া হয়, সেটা মানসম্মত নয়। ওই বলে খেলে যখন আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসি, তখন অনেক কষ্টে মানিয়ে নিতে হয়।
এছাড়া, এখন দৈনিক ভাতা দেওয়া হয় ১৫০০ টাকা। আমাদের কাছে যে ফিটনেস দাবি করা হচ্ছে, তা এই টাকায় সম্ভব নয়। স্বাভাবিকভাবে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার খেতে হয়। ভালো হোটেলে থাকতে হয়। ভালো থাকা-খাওয়ার জন্য যে টাকা লাগে সেটা দিতে হবে। ভ্রমণে এখন দেয়া হচ্ছে ২৫০০ টাকা। ধরুন, রাজশাহী থেকে একজন খেলোয়াড় যাবে দূরের আরেক ভেন্যুতে। এই ২৫০০ টাকায় বাস ছাড়া যাওয়া সম্ভব? এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে বিমানে যেন চলাচল করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। ভ্রমণভাতার দরকার নেই। বিমানের টিকিট যেন নিশ্চিত করা হয়।
অন্যদিকে, যে হোটেলে দল থাকবে সেখানে অবশ্যই সুইমিং পুল ও জিম থাকতে হবে। চার দিনের ম্যাচে একজন খেলোয়াড়ের ওপর অনেক ধকল যায়। সেই ধকল কাটিয়ে ওঠার সুবিধা যেন টিম হোটেলে থাকে। ১-২ তারকার হোটেলে থাকা সম্ভব নয়। যে টিম বাস দেয়া হয়, সেটাও খুবই হতাশার। যে বাসে খেলোয়াড়েরা স্বচ্ছন্দবোধ করে তেমন বাস যেন দেওয়া হয়।
৫. বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ জাতীয় দলের খেলোয়াড় সংখ্যা বাড়াতে হবে। বিশ্বের সঙ্গে যদি তুলনা করেন, জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড় সংখ্যা অনেক কম। সংখ্যাটা কমপক্ষে ৩০ জন করতে হবে। সেইসঙ্গে বেতনও বাড়াতে হবে। তিন বছর ধরে বেতন বাড়ানো হয় না।
৬. শুধু ক্রিকেটাররা নন, মাঠে যারা কাজ করেন, গ্রাউন্ডসম্যান, যিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে মাসে মাত্র ৫-৬ হাজার টাকা বেতন পান। একজন স্থানীয় কোচের কথা যদি বলি, আমরা নিজেরাই বাংলাদেশি কোচদের তুলে ধরতে চাই না। বিদেশি কোচের পেছনে যে টাকা ব্যয় করা হয়, তাতে আমাদের ২০ জন স্থানীয় কোচের বেতন হয়ে যায়! একটা সফরে দেখা গেল, বাংলাদেশি কোচের অধীনে খেলোয়াড়েরা ভালো করেছে। দেখা যাবে, পরের সফরে ওই কোচকে আর রাখা হচ্ছে না। আম্পায়ারিং নিয়ে সবাই অভিযোগ করি। কিন্তু তাদের তো আর্থিক নিশ্চয়তা দিতে হবে। একই কথা ফিজিও-ট্রেনারদের ক্ষেত্রেও। এটাই সঠিক সময় বিদেশিদের তুলনায় বাংলাদেশিদের গুরুত্ব দেওয়া।
৭. ঘরোয়া ক্রিকেটে আমরা দুটো প্রথম শ্রেণির ক্রিকেট খেলি। ৫০ ওভারের একটা লিগ খেলি। এখানে আরেকটা টুর্নামেন্ট বাড়ানো উচিত। বিপিএল দিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলি। বিপিএলের আগ দিয়ে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়া জরুরি। এতে বিপিএলে আরও ভালো করতে পারবে স্থানীয় ক্রিকেটাররা। আগে জাতীয় লিগে চার দিনের ম্যাচের সঙ্গে একটা ৫০ ওভারের ম্যাচ খেলতাম। এখন সেটা বন্ধ। আমরা চাই এটা আবার চালু হোক। যাতে আরও বেশি একদিনের ম্যাচ খেলতে পারি।
৮. ঘরোয়া ক্রিকেটের জন্য একটা নির্দিষ্ট ক্যালেন্ডার থাকতে হবে। যেটা দেখে আমরা আগ থেকেই প্রস্তুতি নিতে পারি।
৯. বিপিএল-প্রিমিয়ার লিগের পারিশ্রমিক যেন সময় মতো দেওয়া হয়। গত প্রিমিয়ার লিগে খেলা ব্রাদার্সের কাছে এখনও পারিশ্রমিক পায় খেলোয়াড়রা।
১০. নিয়ম করে দেয়া হয়েছে যে, দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে না খেলোয়াড়রা। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলে যে কোনও লিগ খেলার সুযোগ দিতে হবে।
১১. ঘরোয়া ক্রিকেটের কথাই বেশি আসছে। ম্যাচের আগে অনেক সময় জেনে যাই যে, কোন দল জিতবে কোন দল হারবে। এটা খুবই দুঃখজনক। এটা ঠিক করা খুব জরুরি। এর সঙ্গে খেলোয়াড়ের ক্যারিয়ার জড়িত। এক ম্যাচে ভালো বলে আউট হয়ে যেতে পারে একজন ব্যাটসম্যান। কিন্তু টানা যদি আম্পায়ারের বাজে সিদ্ধান্তে আউট হই, তার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যায়। খেলোয়াড়কে উঠে আসার এই পাইপলাইনটা ভালো করা জরুরি।
পরিশেষে সাকিব বলেন, এখানে আমরা নারী দলকে যুক্ত করতে পারিনি। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। তাদের যদি কোনো দাবি থাকে অবশ্যই যুক্ত করা হবে। বয়সভিত্তিক দল এখানে যোগ করছি না।
তিনি আরও বলেন, ‘যত দিন এই দাবি পূরণ করা হচ্ছে না তত দিন ক্রিকেটিয় কোনও কার্যক্রমে অংশ নিচ্ছি না। দাবি মানলে আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসব। ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য আমরা ভালো পরিবেশ রেখে যেতে চাই, যারা ক্রিকেটটা এগিয়ে নেবে।
- ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি: বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা
- ডমেস্টিক টার্মিনালের সামনে কোমর পানি, যাত্রীদের ভোগান্তি
- ইইউবি ট্রাস্টি বোর্ড নিয়ে জালিয়াতি
- জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা সংশপ্তক প্যানেলের
- হট্টগোলে বিদ্যুৎবিভ্রাটে উত্তপ্ত জাকসু নির্বাচন, ছাত্রদলের বর্জন
- ‘কৃষকের শরীরে ঢুকছে বিষ, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত’
- ডেঙ্গু কেড়ে নিল আরো ৬ প্রাণ
- জাতীয় নির্বাচন ভালো হবে, এর প্রতিফলন দেখা গেছে ডাকসুতে: প্রেসসচিব
- নেপাল থেকে বিশেষ বিমানে দেশে ফিরলেন ফুটবলাররা
- সাইফ-সোহানকে দলে নিয়ে তাসকিনকে বিশ্রাম রাখার পরামর্শ আশরাফুলের
- কুমিল্লা সুপার বাস ও মিশুকের মুখোমুখি সংঘর্ষ
- নেপালে কারাগারে সেনাবাহিনীর গুলিতে দুই বন্দি নিহত
- ছাত্রদলের ভোট বর্জনের পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
- জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের
- ওভারঅল যা দেখছি, তা উদ্বেগজনক: শিবিরের জিএস প্রার্থী
- কবি নজরুল হলে ৪৫ মিনিটে ভোট পড়েছে ১২টি
- ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন
- দেবের প্রথম ক্রাশ, শুভশ্রী-রুক্মিণী নন
- আমাদের আন্দোলন ‘হাইজ্যাক’ হয়ে গেছে
- মাদককাণ্ডে নাম জড়িয়ে বিতর্ক, মুখ খুললেন সাফা কবির
- জনদুর্ভোগ এড়াতে ইউএনও`র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ
- থমথমে কাঠমান্ডু, আজও ফেরা অনিশ্চিত জামালদের
- ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন
- ডাকসু নির্বাচনে সদস্যপদে জয়ী হলেন যারা
- ছাত্রলীগের মারপিটে রক্তাক্ত তন্বি ডাকসুতে ৪৫৮৯ ভোটে জয়ী
- শিক্ষার্থীদের আমানত রক্ষা করাই এখন বড় দায়িত্ব
- যে মতেরই হোক না, সবাই একসঙ্গে কাজ করবো: সাদিক কায়েম
- ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন
- ডাকসুতে ছাত্রশিবিরের ভূমিধস জয়
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নীত হচ্ছে ১০ লেনে
- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারি ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান
- জনগণের কাছে ক্ষমা চান: জামায়াতকে ফারুক
- ডাকসু ছিল পুরোপুরি রাজনৈতিক কাঠামোয়, এখন অনেকটা কর্তৃপক্ষনির্ভর
- ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন
- ফখরুল-গয়েশ্বরসহ ১৪৭ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল
- ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের রায় আপিলেও বহাল
- জনদুর্ভোগ এড়াতে ইউএনও`র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- দেবের প্রথম ক্রাশ, শুভশ্রী-রুক্মিণী নন
- জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে
- ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন
- আফগানিস্তানে ভূমিকম্পে দুর্গতদের জন্য পোশাক পাঠালো বিজিএমইএ
- লাকসামে গৃহবধূ ও স্বজনদের উপর দুই দফা সন্ত্রাসী হামলা আহত ৩
- ডাকসু নির্বাচনে কে কোন পদে জয়ী হলেন
- ডাকসুতে ছাত্রশিবিরের ভূমিধস জয়
- ডমেস্টিক টার্মিনালের সামনে কোমর পানি, যাত্রীদের ভোগান্তি
- বিএনপির সমাবেশে বক্তব্য দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস
- নতুন ট্রাফিক সিগন্যালেও ত্রুটি, ভরসা সেই ‘হাতের ইশারা’
- ডাকসু নির্বাচনে অন্য কোনো প্যানেলের সঙ্গে জোটে যাচ্ছে না ছাত্রদল
- থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল
- পিঠের ব্যথায় অনিশ্চিত সাইফউদ্দিন
- জেনে নিন বঙ্গবন্ধু বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ টি সরাসরি সম্প্রচার
- এত সংকটে কখনও পড়েননি সাকিব
- ছেলেদের ক্রিকেটেও স্বর্ণ, রেকর্ড গড়ল বাংলাদেশ
- স্ত্রীর পাশে থাকতে ভারত সফরে নেই তামিম
- বিপিএল প্লেয়ার্স ড্রাফট: কে কোন দলে
- বুড়ো বয়সেও ব্যাটে ঝড় তুললেন রফিক : ৩৯ বলে ৮১ রান
- রাতেই মাঠে নামছে বার্সেলোনা-বায়ার্ন
- বিপিএলে ৪ দলের নতুন নাম ঘোষণা
- কন্যা সন্তানের বাবা হলেন তামিম
- আজ জরুরি বোর্ড সভা বিসিবির
- ভুলে গিয়েছিলাম মুশফিকের উচ্চতা কম : রিভিউ প্রসঙ্গে রোহিত
- টাইগারদের ভারত সফর অনিশ্চিত
- বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট আজ: ভারত-বাংলাদেশ স্কোয়ার্ড