রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৩৫

যে কারণে দুবাই যাচ্ছেন ডিপজল

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনাও করছেন।

তিনি সব রকম অভিনয় দিয়ে তার ভক্তদের মন জয় করেছেন। বিশেষ করে তাই দুটি চরিত্র সবার খুব প্রিয়। তবে খল অভিনেতা হিসেবেই অধিক পরিচিত তিনি। প্রতিবছর শারীরিক চেকআপ বিদেশে গিয়ে করিয়ে থাকেন এই অভিনেতা। করোনার কারণে এতদিন তা সম্ভব হয়নি।

শারীরিক চেকআপে আগামী ১ ডিসেম্বর চিকিৎসার জন্য দুবাই যাচ্ছেন ডিপজল। এ অভিনেতা বলেন, ‘অনেকদিন ধরেই শরীর বেশি ভালো যাচ্ছে না। তাই আগামী ১ ডিসেম্বর দুবাই যাব। সেখানে একসপ্তাহের মতো থাকব। দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করব। সকলের দোয়া চাচ্ছি।’

তার অভিনয়ে প্রথম নায়কের ভূমিকায় দেখা গেছে ‘সতী কমলা’ শিরোনামের সিনেমায়। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশ কিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা যায় তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করেন এ অভিনেতা। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘সৌভাগ্য’ ও ‘এ দেশ তোমার আমার’।

এই বিভাগের আরো খবর