শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৯

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

 নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩  

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর। তবে তার নাম জানা যায়নি। শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে।মরদেহ উদ্ধার করে রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন খান সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শনিবার দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তায় হানিফ ফ্লাইওভারের নিচে কোন যানবাহন ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তিনি আরও উল্লেখ করেন, ওই নারী ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে।তার পরনে ছিল প্রিন্টের কাপড় ও সোয়েটার। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর