রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৯ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫১৭

মূল নায়িকা হয়ে ফিরছেন শাবনূর!

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

 

সি ইজ ব্যাক…

বেশ কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেইজ থেকে এইরকম একটা পোস্ট দেওয়া হয়। তখন অনেকেই কৌতূহলী হয়ে জানতে চাইছিলেন- কে সেই জন ?

এখন বলার সময় এসেছে! উনি হচ্ছেন ঢালিউডের সম্রাজ্ঞী 'শাবনূর'। অনেকদিন পর তিনি বাংলা চলচ্চিত্রের মূল নায়িকার চরিত্রে ফিরছেন। আর চলচ্চিত্রের গল্পটাও তাঁর অভিনয়ের উপযোগী ।

এখন প্রশ্ন হচ্ছে- তার বিপরীতে নায়কের ভূমিকায় কে থাকছে? এই ক্ষেত্রেও এক চমক আছে। যথা সময়েই জানানো হবে। চলচ্চিত্রে নাম 'কাঁটাতারের বেড়া।

শাবনুর বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে তৈরি করছেন 'কাঁটাতারের বেড়া' সিনেমার জন্য। 

জাজ মাল্টিমিডিয়া বলছে, 'যেকোনো চলচ্চিত্র নির্মাণের পূর্বে শিল্পীদের চরিত্র অনুযায়ী যথাযথভাবে তৈরি করতে পছন্দ করে তারা। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। “কাঁটাতারের বেড়া” চলচ্চিত্রে এক নতুন গ্ল্যামারাস শাবনূরকে পাবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুটিং কবে শুরু হবে? শাবনুর তৈরি হলেই শুটিং শুরু হবে। তবে কবে নাগাদ সেটা নিশ্চিত করে বলেনি জাজ মাল্টিমিডিয়া।

এই বিভাগের আরো খবর