বুধবার   ২৬ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১২ ১৪৩২   ০৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫

মিস ইউনিভার্স বিতর্কের পর এবার মালিক অ্যান জাকাপং আইনের মুখে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫  

‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। প্রায় ৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (৩০ মিলিয়ন বাত) প্রতারণার অভিযোগে এক প্লাস্টিক সার্জনের করা মামলার ভিত্তিতে এই পরোয়ানা দেওয়া হয়। বুধবার আদালতের একজন কর্মকর্তা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেন।

 

সম্প্রতি শেষ হওয়া মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজনকে ঘিরে নানা বিতর্কের পর নতুন করে আরেক ঝড় বয়ে যায় অ্যান জাকাপংকে কেন্দ্র করে। তিনি জেকেএন গ্লোবাল গ্রুপের মালিক, যারা প্রতিযোগিতাটির সহ-মালিকও।

 

প্লাস্টিক সার্জন অভিযোগ করেন, ২০২৩ সালে তাকে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগে রাজি করানোর সময় অ্যান জাকাপং গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য গোপন করেন এবং নির্ধারিত সময়ে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও ভঙ্গ করেন। আদালত জানায়, বিনিয়োগে প্ররোচিত করার এই আচরণ প্রতারণারই শামিল এবং তার আদালতে উপস্থিত না হওয়াকে ‘পালানোর চেষ্টা’ হিসেবে বিবেচনা করা হবে।

 

মঙ্গলবার মামলার রায় ঘোষণার দিন থাকলেও অ্যান জাকাপং আদালতে যাননি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলার নতুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।

 

স্থানীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, আর্থিক সংকটের মাঝেই তিনি নাকি মেক্সিকোতে চলে গেছেন।

 

অন্যদিকে মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে বলেছে, এই আইনি প্রক্রিয়ার সঙ্গে প্রতিযোগিতার পরিচালনা বা দৈনন্দিন কার্যক্রমের কোনো সম্পর্ক নেই।

 

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা ব্যাংককে অনুষ্ঠিত হয় এবং পুরো আয়োজন জুড়েই ছড়ায় নানা বিতর্ক। লাইভ অনুষ্ঠান চলাকালে এক পুরুষ সঞ্চালকের মন্তব্যে বিজয়ী মিস মেক্সিকো ফাতিমা বোশ ও অন্যান্য প্রতিযোগীরা অপমানিত বোধ করে মঞ্চ ছেড়ে যান। পরে সঞ্চালক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা চান। ঘটনাটি নজর কাড়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামেরও।

 

উল্লেখ্য, একসময় ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন এই প্রতিযোগিতাটি ২০২২ সালে অ্যান জাকাপংয়ের প্রতিষ্ঠান জেকেএন গ্লোবাল গ্রুপ ২০ মিলিয়ন ডলারে কিনে নেয়। পরে অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ–এর কাছে বিক্রি করা হয়।

 

এই বিভাগের আরো খবর