বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

মা ছাড়া জীবন এক বুক শূন্যতা: অপু বিশ্বাস

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫  

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জীবনে সেপ্টেম্বর মাস একইসঙ্গে আনন্দ আর বেদনার প্রতীক। ২০১৬ সালের এই মাসেই ছেলে আব্রাম খান জয়ের জন্ম দিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন তিনি। অথচ ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর হারান জীবনের সবচেয়ে প্রিয় মানুষ—মা শেফালী বিশ্বাসকে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রয়াত মায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অপু। নিজের ফেসবুক পেজে লিখেছেন—

“আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, এক বুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।”

 

২০২০ সালের ওই রাতেই রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালী বিশ্বাস। কয়েক দিন আগে স্ট্রোক করলে তাঁকে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে পানি ধরা পড়ে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান।

 

অপু বিশ্বাস জানিয়েছেন, মায়ের না থাকার শূন্যতা আজও তাঁর জীবনের প্রতিটি মুহূর্তকে ছুঁয়ে যায়। ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে তাঁকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর