রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৩

মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে (গোবিন্দপুর দাখিল মাদ্রাসার উত্তর পার্শ্বের মাঠে) উৎসবমূখর পরিবেশে এ খেলা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, শরিফ উদ্দিন বাচ্চু এবং জুলেখা বেগম প্রমূখ। এছাড়াও আশরাফুল ইসলাম রফিকুল ইসলাম ও আব্দুল মজিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এই বিভাগের আরো খবর