বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৭ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২১

মাথায় তালগাছ পড়ে প্রাণ গেলো গৃহবধূর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

চুয়াডাঙ্গায় মাথায় তালগাছ পড়ে কুয়ারী খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের দৌলতদিয়াড় মাদরাসা পাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। বাড়ির উঠানে কাপড় তুলতে গেলে তালগাছ গোড়া থেকে ভেঙে তার মাথার ওপর পড়লে মারা যান তিনি। কুয়ারী খাতুন একই এলাকার সাহাবুব হোসেনের স্ত্রী।


নিহত কুয়ারী খাতুনের ননদ চম্পা খাতুন বলেন, রোববার দুপুর দেড়টার দিকে বাড়ির উঠানে মেলে দেওয়া কাপড় গোছাতে যান কুয়ারী খাতুন। এ সময় বাড়ির উঠানে থাকা তালগাছ গোড়া থেকে উপড়ে তার মাথার উপর পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চম্পা খাতুন আরও বলেন, দীর্ঘদিন ধরে ওই তালগাছের গোড়া পচে নষ্ট হয়ে গেছে। আজ ওই গাছ গোড়া থেকে উপড়ে কুয়ারী খাতুনের মাথার ওপর পড়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, পচা তালগাছ পড়ে কুয়ারী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে শুনেছি। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

এই বিভাগের আরো খবর