শনিবার   ০৪ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৮ ১৪৩২   ১১ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৭

ভ্যালেনটাইনস ডের প্রথম উপহার নিয়ে ৩৪ বছর পর মুখ খুললেন শাহরুখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

৩৪ বছর আগে সেই সময়কার বান্ধবী গৌরীর সঙ্গে প্রথম ভ্যালেনটাইনস ডে সেলিব্রেট করেছিলেন শাহরুখ খান। ২০২৩ সালের সেই ভালোবাসার দিনেই পুরনো স্মৃতি রোমন্থন করলেন কিং খান।

শাহরুখের প্রথম প্রেম গৌরী, সেকথা অনেকবারই বলেছেন শাহরুখ। তবে মঙ্গলবার #AskSRK-তে এসে প্রথম প্রেমিকাকে দেওয়া উপহারের কথা বললেন শাহরুখ। 

প্রেমিকা গৌরীকেই বিয়ে করেছিলেন শাহরুখ খান। এখনো তাদের বিবাহিত জীবন ও কাপল গোল অনুপ্রেরণা জোগায় ভক্তদের।   শাহরুখ জানান যে, গৌরীকে প্রথম উপহার হিসাবে দিয়েছিলেন এক জোড়া কানের দুল। তবে হীরা-মুক্তা খচিত নয়, ৩৪ বছর আগে প্লাস্টিকের দুল উপহার দিয়েছিলেন শাহরুখ। তিন ছেলে মেয়েকে নিয়ে শাহরুখ গৌরীর সংসার এখন জমজমাট। এই বছরই বলিউডে পা রাখছে তাদের পুত্র ও কন্যাও। চার বছর পর পাঠান সিনেমা নিয়ে বলিউডে ফিরেই বাজিমাত করেছেন।

এই বিভাগের আরো খবর