রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪২

ভেঙে ফেলা হচ্ছে ৩৭ বছরের পুরনো রাজমণি হল

আমিনুল ইসলাম শান্ত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৯  

একের পর এক রাজধানীর পুরনো প্রেক্ষাগৃহগুলো ভেঙে ফেলা হচ্ছে। এরমধ্যে অনেক সিনেমা হলের মালিক পুরনো সিনেমা হল ভেঙে সিনেপ্লেক্স তৈরির পরিকল্পনা করছেন। কেউবা প্রেক্ষাগৃহ ভেঙে শপিং মল, দোকান কিংবা অন্য কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন। এরই ধারাবাহিকতায় এবার ভাঙা হয়েছে রাজধানীর কাকরাইলস্থ ৩৭ বছরের পুরনো রাজমণি সিনেমা হল। গতকাল সকাল থেকেই মেশিন, সার্ভার খুলে শুরু হয় হল ভাঙার কাজ। উল্লেখ্য, ১৯৮২ সালে রাজমণি সিনেমা হল নির্মাণ করা হয়। এ প্রেক্ষাগৃহের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনি। তবে দীর্ঘদিন রাজমণি সিনেমা হলের দায়িত্বে ছিলেন শহীদুল্লাহ।

তিনি গতকাল বিকালে বলেন, গত শুক্রবার থেকে ‘রাজমণি’ সিনেমা হলের শো বন্ধ করে দেয়া হয়েছে। ১৯৮২ সালে সিনেমা হলটি চালু করি আমরা। বর্তমান সময়ে সিনেমা হলের ব্যবসা মন্দের কারণে এটি বন্ধ করে দেয়া হচ্ছে। আগামী সপ্তাহে পাশের ‘রাজিয়া’ সিনেমা হলটিও বন্ধ করে দিব আমরা। সিনেমা হল ভেঙে এখানে অফিস ভাড়া দেয়া হবে।

এই বিভাগের আরো খবর