বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৮

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৪৩ অভিবাসনপ্রত্যাশীর সলিল সমাধি

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে।

এই নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে।

ডুবে যাওয়া নৌকাটিতে বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়া থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন বলে জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট।

জানা গেছে, লিবিয়ার উত্তর–পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন। তিউনিশিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেছেন, লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপগামী একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে গেছে। অন্য ৮৪ জনকে তিউনিশিয়ার নৌবাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে তিউনিশিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির উন্নতির সুযোগে তিউনিশিয়া এবং লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসনপ্রত্যাশীদের পাড়ি জমানোর চেষ্টাও বেড়েছে।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্যের কারণে হাজার হাজার অভিবাসী সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এসব অভিবাসীর বেশির ভাগেরই গন্তব্য ইতালি।

সূত্র : রয়টার্স

এই বিভাগের আরো খবর