রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮০

ভূঞাপুরে বিনামূল্যে হাউব্রিড ধানের বীজ বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০  

টাঙ্গাইলের ভূঞাপুরে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক মাঝারি ও বড় এবং হাইব্রিড ধান চাষে আগ্রহী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনার আওতায় এই বীজ বিতরণ করা হয়।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। বীজ বিতরণ উদ্বোধন করেন টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মর্তুজ আলী, উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ।

এই বিভাগের আরো খবর